স্বাধীনতার ৭৫ বছরে বড় ঘোষণা, ৭৫দিন বিনামূল্যে বুস্টার টিকা দেবে কেন্দ্র


ODD বাংলা ডেস্ক:  ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। দেশ জুড়ে করোনা সংক্রমণে বৃদ্ধি নিয়ে আশঙ্কার আবহে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘‘স্বাধীনতার ৭৫তম বর্ষের উদ্‌‌যাপন হচ্ছে দেশে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। বিনামূল্যে বুস্টার টিকা পাওয়া যাবে আগামী ৭৫ দিন পর্যন্ত।’’
free-covid-booster-doses-for-18-to-59-age-group-from-july-15-at-government-vaccination-centres

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.