করোনাকালে পার্লার এড়িয়ে চলছেন? কম খরচে বাড়িতে চুল সোজা করবেন কী ভাবে

 


ODD বাংলা ডেস্ক: স্ট্রেট চুল চান অথচ পার্লারে যাওয়ার সময় নেই। রইল ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই চুল সোজা করার উপায়।


কোঁকড়া চুলের বদলে অনেকেই সোজা চুল পছন্দ করেন। পার্লারে গিয়ে কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং করিয়ে আসেন। এতে সাময়িক ভাবে চুল দেখতে ভাল লাগলেও এগুলি করতে যে ক্রিম ব্যবহার হয়, সেগুলিতে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। যা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। পার্লারে না গিয়ে, কোনও যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়েও চুল সোজা করা যায়। কী ভাবে?


পাকা কলা ও টক দইটক দই খুসকি দূর করতে সাহায্য করে আর পাকা কলা চুল নরম করে। মিক্সিতে পাকা কলা এবং দু’চামচ টক দই ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২— দিন এটি ব্যবহার করুন। চুল মসৃণ ও সোজা হবে।


ডিম ও অলিভ অয়েলডিম এবং অলিভ অয়েল দুই-ই চুলের পুষ্টি জোগায়। দু’টি ডিমের কুসুম ও অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিন। এ বার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। যাঁদের চুল খুব রুক্ষ,সেই চুল মসৃণ ও কোমল করতে এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন।


মধু ও অ্যালো ভেরাচুলের যত্ন নিতে মধু ও অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। অ্যালো ভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে সেই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। ঘণ্টা দুয়েক রেখে দিন। তার পর শ্যাম্পু করে নিন। চুল কোমল ও মসৃণ করতে এক দিন অন্তর এই মিশ্রণটি ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.