এটিএমে কেন ৪ সংখ্যার পিন থাকে?


ODD বাংলা ডেস্ক: 
বর্তমানে বিশ্বজুড়েই চলছে ডিজিটাল লেনদেন। এখন আর চলাফেরা করতে হাতে নগদ টাকা রাখার দরকার নেই। শুধু সঙ্গে একটি ডেবিট বা ক্রেডিট কার্ড রাখলেই হবে।

যদি নগদ অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটিএম থেকেই টাকা তুলে নেন কমবেশি সবাই। এখন রাস্তার মোড়ে মোড়েই পাওয়া যায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ।

এক্ষেত্রে গ্রাহকেরা প্রথমে এটিএমে কার্ড পাঞ্চ করেন, তারপর সেখানে পিন বসিয়ে টাকা তুলে নেন। তবে এটিএমে কেন ৪ সংখ্যার পিন থাকে? এই প্রশ্নের উত্তর জানা না থাকলে এখনই জেনে নিন-

এটিএম কী ও কীভাবে এল?

এটিএম যন্ত্রের ধারণা প্রথম স্কটল্যান্ডের অধিবাসী জন শেফার্ড ব্যারনের ভাবনাতে আসে। চকলেট ভেন্ডিং মেশিন (চকলেট বিক্রি কারার স্বয়ংক্রিয় যন্ত্র) দেখেই তিনি এটিএম তৈরি করার কথা ভাবেন।

১৯৬৭ সালের ২৭ জুন লন্ডনে বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়। মেশিনটি পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) নম্বরের ভিত্তিতে কাজ করতো।

কীভাবে কাজ করে এটিএম মেশিন?

প্রথমে এটিএমে কার্ড প্রবেশ করানোর পর পিন নম্বর দিতে হয়। তারপর আইডেন্টিটি চেক হওয়ার পর রিকুয়েস্ট ব্যাংকের এটিমের সুইচে যায়।তারপর সেখান থেকে ভেরিফাই হলে একাউন্টের টাকা উত্তোলন করা যায়। এই প্রক্রিয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়। আর গ্রাহকের টাকা মেশিন থেকে বেরিয়ে আসে।

আসলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো রকেট সায়েন্স নেই। যে কোনো ব্যক্তি এটিএম থেকে খুব সহজেই টাকা তুলতে পারেন।একটি পিন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এই টাকা সুরক্ষিত রাখা হয়। এটিএম কার্ড ব্যবহারকারী একমাত্র সেই পাসওয়ার্ড বা পিন জানেন। এই পিন হয় ৪ ডিজিটের।

এটিএম পিন বা পাসওয়ার্ড ৪ ডিজিটেরই হয় কেন?

অতীতে নাকি এটিএম এর পিন ছিল ৬ ডিজিটের। তবে কার্যক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ লোকই সেই পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না। বরং অনেকেই খুব সহজে ৪ ডিজিটের পিন মনে রাখতে পারছেন। ৬ ডিজিটের পিন সাধারণ মানুষ মনে রাখতে না পারায় তার বদলে ৪ ডিজিটের পিন করে দেওয়া হয়। এই পিন হ্যাক করা অনেকটাই অসম্ভব। কারণ ৪ অংক দিয়ে অসংখ্য সংখ্য়া তৈরি করা যায়।

তবে বিশেষজ্ঞদের মতে, ৬ ডিজিটের পিন হলে আরও বেশি সুরক্ষিত হত। বর্তমানে একাধিক দেশে ৬ ডিজিটের পিন অপশন চালু আছে।

এটিএম থেকে টাকা তোলার সময় যেভাবে সতর্ক থাকবেন-

  • প্রত্যেক লেনদেনের আপডেট পাওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে নিজের ই-মেইল ও মোবাইল নম্বর যুক্ত করুন।
  • অচেনা এটিএম থেকে টাকা না তুললেই ভালো।
  • এমন এটিএম থেকেই টাকা তুলুন, যেখানে কোনো নিরাপত্তারক্ষী আছেন।
  • এটিএমে অত্যধিক ভিড় থাকলে এড়িয়ে যান।
  • টাকা তোলার সময়ে কেউ আপনার পিন-প্যাডের দিকে তাকিয়ে আছে কি না খেয়াল রাখুন।
  • নিয়মিত ব্যাংক স্টেটমেন্টে নজর রাখুন।
  • কোনো ভাবে এটিএম কার্ড চুরি গেলে বা মেশিনে আটকে গেলে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করুন।
  • মাঝেমধ্যেই কার্ডের পিন নম্বর বদলে ফেলুন।
  • অপরিচিত ব্যক্তিকে কার্ডের নম্বর কিংবা তথ্য জানাবেন না।
  • কার্ড ব্যবহারে অপরিচিত কারও সাহায্যও নেবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.