দ্বিগুণেরও বেশি টাকায় শ্মশানেও তৎকাল পরিষেবা! পুরসভার সিদ্ধান্তে উঠছে প্রশ্ন
ODD বাংলা ডেস্ক: রেলের মতো এবার শ্মশানেও তৎকাল পরিষেবা। দ্বিগুণেরও বেশি টাকা দিলে দ্রুত সত্কারের ব্যবস্থা করা হচ্ছে হুগলির ত্রিবেণী শ্মশানে। বৈদ্যুতিক চুল্লিতে যেখানে সাধারণভাবে সৎকার করতে খরচ হয় ১২০০ টাকা, সেখানে তত্কালের খরচ দ্বিগুণেরও বেশি। দ্রুত পরিষেবা পেতে গুণতে হয় ৩ হাজার টাকা। সৎকারের কাজে হয়রানি এড়াতেই এই সিদ্ধান্ত, দাবি শ্মশান কর্তৃপক্ষের। ত্রিবেণী শ্মশানের কর্মী সোমনাথ শীল বলেন, "অনেকে দূর-দূরান্ত থেকে আসে। দেহ পোড়াতে একদিন কেটে যায়। তাই কারও যদি তাড়াহুড়ো থাকে, তাহলে এই সুবিধা নিতে পারে।" অর্থাৎ বেশি টাকা দিলেই দ্রুত সত্কার করা যাবে। বাঁশবেড়িয়া পুরসভার এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া এলাকার বাসিন্দাদের।
Post a Comment