বাঘ, সিংহ থেকে ইঁদুর, কোন প্রাণী কত সময় ঘুমায় জানেন?
ODD বাংলা ডেস্ক: কোনো প্রাণী মাত্র এক ঘণ্টা ঘুমায় আবার কোনো প্রাণী ঘুমায় ১৪ ঘণ্টা। বিচিত্র প্রাণী আর বিচিত্র তাদের জীবন ধারণ পদ্ধতি। জেনে নিন কে কত সময় ঘুমায়-
ঘোড়া
ঘোড়া বিগত ৪৫ থেকে ৫৫ লাখ বছর ধরে Hyracotherium ছোট বহু বক্রপদ জীব থেকে অভিব্যক্ত বর্তমানের বৃহৎ একক বক্রপদ প্রাণী। এই প্রাণীটি সবচেয়ে কম ঘুমানো প্রাণীদের মধ্যে একটি। তারা ঘুমায় মাত্র দুই দশমিক নয় ঘণ্টা করে৷
বাদুড়
নিশাচর প্রাণী বাদুড়। সারা দিন বাদুড়কে ঘুমিয়েই কাটাতে হয়৷ পুরোটা রাতও তারা জাগে না৷ বাদুড় তাই গড়ে সাড়ে ১৯ ঘণ্টা ঘুমায়৷
বাঘ
বড় বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী বাঘ। এরাও কম যায় না৷ তাদের দিনে অন্তত ১৬ ঘণ্টার ঘুম দরকার৷
কাঠবিড়ালি
৭-১০ সেমি দৈর্ঘ্যের এই প্রাণীটি খুব চঞ্চল। এই প্রাণীটি দিনের অন্তত ১৪ দশমিক নয় ঘণ্টা খুব শান্ত থাকে৷ কেন? কারণ, তখন তারা ঘুমিয়ে থাকে৷
সিংহ
সিংহ ফেলিডি পরিবারের প্রাণী যা প্যানথেরা গণের চারটি বৃহৎ বিড়ালের মধ্যে আকারে এটির অবস্থান দ্বিতীয়। ‘বনের রাজা’ সিংহ দিনে সাড়ে ১৩ ঘণ্টা নিশ্চিন্তে ঘুমায়৷
ইঁদুর
স্তন্যপায়ী প্রাণী। এরা দৈর্ঘে চার থেকে আট ইঞ্চি হয়। খুব দ্রুত চলাচল করে, মাটিতে গর্ত করে থাকে এবং জমির ফসল, ঘরের আসবাব, কাপড় প্রভৃতি কেটে নষ্ট করে। সিংহের তুলনায় যত ছোট তত কম কিন্তু ঘুমায় না ইঁদুর৷ দিনে ১২ দশমিক ৬ ঘণ্টা ঘুমাতে পারলে ওরা চনমনে থাকে৷
বিড়াল
বিড়াল হলো গার্হস্থ্য প্রজাতি বা ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এটি ফেলিডা পরিবারের একমাত্র গৃহপালিত প্রজাতি। এটি প্রায়শই এটি পরিবারের বন্য সদস্যদের থেকে পৃথক করার জন্য গার্হস্থ্য বিড়াল হিসেবে পরিচিত। সুযোগ পেলে বিড়াল দিনে সাড়ে ১২ ঘণ্টা ঘুমায়৷
খরগোশ
প্রায় চার লাখ ৭২ হাজারটি ফলাফল (০.৫৭ সেকেন্ড) খরগোশ বা শশক স্তন্যপায়ী প্রাণীদের "ল্যাগোমর্ফা" বর্গের "লেপরিডি" গোত্রের সদস্য প্রাণীদের সাধারণ নাম। এই গোত্রটিতে প্রায় ৫২টি প্রজাতির খরগোশ অন্তর্ভুক্ত। এই প্রাণীর সবাই প্রধানত তৃণভূমি এলাকার বাসিন্দা।বিড়ালের চেয়ে একটু কম ঘুমায় খরগোশ৷ তাদের দিনে অন্তত ১১ দশমিক ৪ ঘণ্টার ঘুম দরকার৷
জিরাফ
জিরাফ একটি বন্য প্রাণী। এদেরকে বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দলবেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে। তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না। দিনে ২২ দশমিক এক ঘণ্টা জেগে থাকে জিরাফ৷ আর হ্যাঁ, বাকি মাত্র এক দশমিক নয় ঘণ্টা ঘুমায় তারা৷
Post a Comment