জয় শ্রীরাম বলতে অস্বীকার! মুসলিম যুবককে বেধড়ক মারধরের অভিযোগ
ODD বাংলা ডেস্ক: জয় শ্রীরাম না বলার শাস্তি পেতে হল এক মুসলিম যুবককে। তাঁকে বেধরক মারধর করল দুষ্কৃতীরা। হায়দরাবাদের চারমিনারে কাছে এই ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। মারধরে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।একটি ধর্মীয় শোভাযাত্রা বের করেছিল এক বিশেষ সম্প্রদায়ের মানুষজন। ওই সময় বাড়ি ফিরছিলেন হোসাইনিয়ালামের বাসিন্দা মহম্মদ শাহিদ ওরফে আফ্রিদি। এই সময় ধর্মীয় মিছিল থেকে কয়েকজন ওই ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। এবং তাঁকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য বলে। কিন্তু শাহিদ বলতে অস্বীকার করায়, মারধর করা হয় বলে অভিযোগ। শুধু মারধর নয়, অভিযুক্তরা শাহিদের কপালে তিলক লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠছে।
hyderabad-muslim-youth-was-severe-beating-for-not-saying-jai-shri-ram
Post a Comment