Odd বাংলা ডেস্ক: এবার প্রথম কমনওয়েলথ গেমসে থাকছে ক্রিকেট। মেয়েদের ক্রিকেট টিম অংশ নেবেন বার্মিংহামের এই টুর্নামেন্টে। প্রতিযোগিতা নিয়ে প্রত্যয়ী স্মৃতি মান্ধানারা। জানান, সোনা জয়ের লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ড রওনা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মেয়েদের টিমের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। তিনি জানান, কমনওয়েলথ গেমসে নামার জন্য উত্তেজনায় ফুটছে টিম। সোনা জেতার জন্যই ঝাঁপাবে টিম ইন্ডিয়া।
কমনওয়েলথ গেমসে নামার আগে টিমের কাছে প্রেরণা কী! স্মৃতি মান্ধানা জানান, অলিম্পিকে নীরজ চোপড়া যখন জ্যাভলিনে সোনা জেতেন, তখন মঞ্চে জাতীয় সঙ্গীত বেজে উঠেছিল। সেটাই প্রেরণা স্মৃতির।
Post a Comment