গবাদি পশু থেকে ছড়াতে পারে টিবি! নয়া আতঙ্কে জেরবার মানুষ


ODD বাংলা ডেস্ক: করোনা, মাঙ্কিপক্সের মধ্যে এবার নতুন করে ভয় দেখাচ্ছে যক্ষ্মা সংক্রমণ। পশুদের শরীরে যক্ষ্মার জীবাণু খুঁজে পেয়েছেন ICMR। বাড়ছে উদ্বেগ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর বিজ্ঞানী পি কান্নন জানান, চেন্নাইয়ের আশেপাশে প্রায় ১৬২টি পশুর উপর পরীক্ষা চালায় তাঁরা। তাদের মধ্যে ২০টি গবাদি পশুর শরীরের যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে বলে জানান তিনি। এতে খামার মালিকরা সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.