পালটে গেল দূরপাল্লার ট্রেনের খাবার কেনার নিয়ম, দাম বাড়ল না কমল?
ODD বাংলা ডেস্ক: দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহ করার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের।সমস্ত খাবার থেকে তুলে নেওয়া হল সার্ভিস চার্জ। কিন্তু চা ও কফি বাদ দিয়ে অন্যান্য খাবার বুক করলে বা ট্রেনে উঠে তা কিনতে গেলে যাত্রীদের অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতেই হবে। উদহরণ দিয়ে বলতে গেলে, এখনও ১০৫ টাকার বদলে ব্রেকফাস্টের জন্য ১৫৫ টাকা দিতে হবে যাত্রীদের। ১৮৫ টাকার লাঞ্চ এবং ৯০ টাকার বিকেলের স্ন্যাকসের মূল্য যথাক্রমে ২৩৫ টাকা এবং ১৪০ টাকা হবে।
Post a Comment