স্টেশনে অহেতুক ঝামেলা এড়াতে প্ল্যাটফর্মকে CCTV-তে মুড়ে ফেলছে রেল


ODD বাংলা ডেস্ক:  সারা দেশের স্টেশনগুলিতে ক্যামেরার নজরদারি শুরু করতে চলেছে ভারতীয় রেল। Video Surveillance System ইন্সটল করার কাজ শুরু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। রেলের এই পরিকল্পনা বাস্তবায়িত করতে কাজ করছে RailTel৷এই প্রকল্পের প্রথম ধাপে A1, A, B, এবং C 756 নম্বর ক্যাটাগরির বড় স্টেশনগুলিতে CCTV ইনস্টল করা হবে। 2023 সালের জানুয়ারি মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে বলে মনে করা হচ্ছে।

indian-railways-to-install-cctv-cameras-on-stations

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.