এক নজরে দেখে নিন তাইপে ওপেনের যাবতীয় তথ্য
Odd বাংলা ডেস্ক: আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যা আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতার সবকটি ম্যাচ আয়োজিত হবে টাইপেই হেপিং বাস্কেটবল জিমনাসিসমে।
কোথায় দেখেবেন ম্যাচগুলি?
মোবাইলে দেখতে ভায়াকম ১৮-এ (ভুট আপ) দেখতে পারেন খেলাগুলি। এছাড়া টিভিতে দেখতে হলে নজর রাখতে হবে স্পোর্টস১৮ চ্যানেলে।
কবে প্রথম শুরু হয়েছিল তাইপে ওপেন?
১৯৮০ সালে।
Post a Comment