ভারোত্তোলনে দেশকে সোনা এনে দিলেন ১৯ বছরের জেরেমি লালরিননুঙ্গা
ODD বাংলা ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে এল দ্বিতীয় সোনা! সৌজন্যে জেরেমি লালরিননুঙ্গা। ১৯ বছরের আইজলের ভারোত্তোলক রবিবার বার্মিংহ্যামে পুরুষদের ৬৭ কেজি বিভাগে দেশকে সোনা এনে দিলেন গেমস রেকর্ড করে। গতকাল কমনওয়েলথের দ্বিতীয় দিনে পূর্ব ভারতেরই মীরাবাই চানু দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। এবার দ্বিতীয় সোনা এল জেরেমির হাত ধরে। চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জেতা জেরেমি এদিন মোট ৩০০ কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেছেন। তিনি স্ন্যাচে ১৪০ কেজি, ক্লিন ও জার্কে ১৬০ কেজি ওজন তুলে নেন। এদিন পায়ের চোটকে উপেক্ষা করেই পাহাড় প্রমাণ ওজন কাঁধে তুলে চমকে দিয়েছেন তরুণ প্রতিভা।
Post a Comment