মাত্র ১০ টাকায় দেখা যাবে নেটফ্লিক্স, আসছে বিশেষ সাবস্ক্রিপশন


ODD বাংলা ডেস্ক: উচ্চ সাবস্ক্রিপশন মূল্য থাকার কারণে গ্রাম, মফস্বল এলাকায় অনেকেই ওটিটি স্ট্রিমিং পরিষেবা নেটফ্লিক্স থেকে বঞ্চিত থাকেন। কিন্তু তার মানে এই নয় যে নিম্ন আয়ের ব্যক্তিরা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিতে পারে না। সম্প্রতি এই ধারণাকে পরিবর্তন করতে এক নতুন পরিকল্পনা নিয়ে এসছেন ফিনটেক ফার্ম পে-নিয়ারবাই।এক সাক্ষাৎকারে সংস্থার প্রতিষ্ঠাতা, এমডি ও সিইও আনন্দ কুমার বাজাজ বলেন, প্রতি সিনেমার জন্য ১০ টাকার একটি “স্যাচেট সাবস্ক্রিপশন” সমস্তকিছু পরিবর্তন করে দিতে পারে।তাঁর কথায়, বাজাজ বলেন, কল্পনা করুন যদি আমি নেটফ্লিক্সে একটি সিনেমা নগদে ১০ টাকায় বিক্রি করা শুরু করি, তাহলে এটি তাদের সার্ভারে ব্যাপক প্রভাব ফেলবে। তাই এই বিপুল জনসংখ্যাকে পূরণ করতে আমরা ইতিমধ্যেই নেটফ্লিক্সের সাথে আলোচনা করছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.