মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন জাভেদ আখতার, অভিযোগ কঙ্গনার


ODD বাংলা ডেস্ক: ২০২০ সালে কঙ্গনা রানাওতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। ৪ জুলাই সোমবার এই মামলায় নিজের বয়ান রেকর্ড করেছেন কঙ্গনা।

কঙ্গনা জানান, আসলে তিনি কোনও দোষই করেননি। হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে রাজি না হওয়ায় নাকি হুমকি দিয়েছিলেন জাভেদ।

অভিনেত্রীর অভিযোগ, সরকারের সঙ্গে রোশান পরিবারের সুসম্পর্কের কথা জানিয়ে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করেন বলিউডের প্রবীণ গীতিকার। বলেন, প্রভাবশালী এই পরিবারের কাছে ক্ষমা না চাইলে তার ফল ভোগ করতে হবে কঙ্গনাকে।

বয়ান রেকর্ডের সময় বড় বোন রঙ্গোলি চান্দেল এবং আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে থাকতে দেওয়ার অনুমতি চেয়ে নেন কঙ্গনা। তিনি জানান, জাভেদ তাঁকে আত্মহত্যা করার প্ররোচনা দেন। তাঁর হুমকিতেই নাকি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন অভিনেত্রী।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাধিক প্রভাবশালী তারকার ওপর আঙুল তুলেছিলেন কঙ্গনা। জাভেদ তাঁদের মধ্যে অন্যতম। দাবি করেছিলেন, হৃতিকের বিরুদ্ধে মুখ না খোলার হুমকি দিয়েছিলেন বর্ষীয়ান শিল্পী। এর পরেই আদালতের দ্বারস্থ হন জাভেদ। অভিনেত্রী ক্রমাগত তাঁকে ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে প্রবীণ গীতিকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রায় দুই বছর হতে চলল জল ঘোলা চলছেই। আইনি লড়াইয়ে পড়ে বিপাকে কঙ্গনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.