ইউটিউব দেখে বাড়িতেই মদ বানাল ১২ বছরের স্কুল পড়ুয়া, তারপর যা হল...
ODD বাংলা ডেস্ক: ইউটিউবে মদ তৈরির রেসিপি পেয়েছিলেন এক যুবক৷ তা দেখে একেবারে হাতে কলমে মদ বানানো শুরু করেন৷ এই কাণ্ড ঘটিয়েছে কেরলের তিরুবনন্তপুরমের ১২ বছরের এক কিশোর৷ ইউটিউব ভিডিও দেখে সে আঙুর দিয়ে মদ তৈরি করছিল৷ এই মদ বানানোর পর সে এক সহপাঠীকে সেই মদ খাইয়ে দেয়৷ মদ খেয়ে হঠাৎ করেই শরীর খারাপ লাগতে শুরু করে৷ তারপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ পুলিশ জানায়,যে মদ খেয়েছিল হাসপাতালে তার চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়৷ এখন তার অবস্থা স্থিতিশীল৷
Post a Comment