অবশেষে মুক্তি পেল এই বছরের বহু প্রতীক্ষিত গান 'কেসরিয়া'


ODD বাংলা ডেস্ক: আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রথম সম্পূর্ণ গান 'কেসরিয়া' মুক্তি পেল। শনিবারই গান মুক্তির দিন ঘোষণা হয়েছিল।তখন থেকে উত্তেজনার পারদ চড়ছিল। রবিবার প্রকাশ্যে এল গোটা গান।ছবিতে 'শিবা'র চরিত্রে রণবীর ও 'ইশা' চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বারাণসীর ঘাট, মন্দির, নৌকাবিহারে বেড়ে ওঠা প্রেমের গল্প বলে এই গান।এদিন গানের একটি টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলিয়া লেখেন, 'আমাদের প্রেমের শব্দ, এখন আপনাদের। মুক্তি পেয়েছে কেসরিয়া!' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.