বদলে যাবে আবহাওয়া! ২১ জুলাই কি ভাসবে কলকাতা?


ODD বাংলা ডেস্ক: সার্বিকভাবেই এ বছর বর্ষাকালের তেমন প্রভাব নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মরশুমে প্রায় ৬৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও একটানা ভারী বৃষ্টির কোনও দেখা নেই। নিম্নচাপেরও প্রভাব অধরা। আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত। তবে এর মধ্যেই এবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, বুধবার থেকে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

তবে কি ২১ জুলাইও প্রবল বৃষ্টি হবে শহরে?

আবহাওয়াবিদ সৌরাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী ২০ থেকে ২২ জুলাই আবহাওয়ার বর্তমান পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে। বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কারণ এ বছর বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।" 

তবে হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দিনভর শহরের তাপমাত্রা (Kolkata Weather Update) ঊর্ধ্বমুখীই থাকবে। জানা গিয়েছে, সোমবার আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯২ শতাংশ। বাড়বে ঘাম এবং অস্বস্তি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.৩ মিলিমিটার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.