পণ্যবাহী গাড়ির দূষণে তৃতীয় স্থানে কলকাতা, নেপথ্যে অনলাইন ডেলিভারি


ODD বাংলা ডেস্ক: কোভিড পরবর্তীতে বদলেছে মানুষের অভ্যাস। মানুষ আগের মতো এখন আর বাজার-দোকানে যায় না। পরিবর্তে মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে ই-কমার্সের উপরে। আর দূ্ষণ নিয়ে দেশের একাধিক শহরে সমীক্ষায় উঠে আসছে ই-কমার্সের গাড়ির দূষণে এগিয়ে দিল্লি। তারপর মুম্বাই। এরপর তৃতীয় স্থানেই শহর কলকাতা। কলকাতার পরে রয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই।ই-কমার্সের পণ্যবাহী গাড়ির জন্যই বাড়ছে দূষণ।এর মধ্যে দু'চাকার যান সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। কারণ পেট্রোলে চলার কারণে দূষণ বেশি হয়৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.