ওঁর ‘টাকা নেই’ এত দিন কেন বলেননি পার্থ? প্রশ্ন কুণালের
ODD বাংলা ডেস্ক: তাঁর টাকা নেই, মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তা হলে অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া টাকা কার? কী ইঙ্গিত পার্থর? প্রশ্ন শুনেই তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা প্রশ্ন , ‘‘তাঁর টাকা নেই, এ কথা এতদিন বলেননি কেন পার্থ?’’পার্থকে বিঁধে কুণাল বলেন, ‘‘প্রথম যখন সুযোগ পেলেন, তখন চক্রান্ত, নির্দোষ বললেন না। হঠাৎ গত দু-তিন দিন ধরে তিনি চক্রান্ত, আমার টাকা নয়— এ সব বলছেন। কখনও হয়তো বলবেন আমি পার্থ চট্টোপাধ্যায় কি না নিজেই জানি না। বলবেন অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না। ওঁর যা বক্তব্য আদালতে বলুন।’’
Post a Comment