মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার উত্তরসূরী মন্তব্য করতেই উঠল সমালোচনার ঝড়


ODD বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার উত্তরসূরি হিসেবে মন্তব্য করায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের বিধায়ক চিকিৎসক নেতা নির্মল মাজি মমতাকে নিয়ে এ মন্তব্য করেন। এমন প্রেক্ষাপটে রামকৃষ্ণ মঠ ও মিশন বলেছে, এভাবে মমতাকে সারদা মায়ের উত্তরসূরির আসনে বসানো ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়।

সম্প্রতি তৃণমূলের সভায় নির্মল মাজি বলেছেন, ‘তিনিই (মমতা) মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সিস্টার নিবেদিতা এবং খড়ের দুর্গা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে তাঁর জন্ম। তাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবেতেই তিনি পাশে রয়েছেন।’

এর প্রতিক্রিয়ায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনর্জন্মে মা সারদা বলে যে মন্তব্য করা হয়েছে, তা ভিত্তিহীন। এর ফলে অগণিত মানুষের আবেগে আঘাত লেগেছে। যদিও ভিডিও বার্তায় নির্মল মাজির নাম উল্লেখ না করে বলা হয়েছে ‘এক রাজনৈতিক নেতা’। কোথা থেকে নির্মল মাজি এসব তথ্য পেয়েছেন, সেই প্রশ্নও তুলেছেন স্বামী সুবিরানন্দ। তিনি বলেছেন, ‘আমাদের দীর্ঘ সাধু জীবনে শ্রীশ্রী মায়ের সংস্পর্শে আসা সন্ন্যাসী, গৃহী ও ভক্তদের সান্নিধ্যে এসেছি। তাঁদের কারও মুখে ওই সব কথা আমরা শুনিনি।’

ভিডিও বার্তায় স্বামী সুবিরানন্দ আরও বলেছেন, মা সারদা শুধু মহীয়সী এক নারী নন, তিনি সীতা, রাধারানী, বিষ্ণুপ্রিয়া দেবী পর্যায়ের আধ্যাত্মিক এক ব্যক্তিত্ব। তাই ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের মন্তব্য না করেন, সেই আবেদনও জানিয়েছেন তিনি। মা সারদাকে নিয়ে নির্মল মাজির বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘মা সারদা সকলের প্রণম্য। তাঁর সঙ্গে মমতার তুলনা করাই চলে না। এটা অপ্রয়োজনীয় ও কুৎসিত চাটুকারিতা। আমরা যাঁরা দিদিকে ভালোবাসি, তাঁরা জানি দিদির লড়াইয়ের কথা। বিরোধী নেত্রী হিসেবে সাধারণ মানুষের জন্য তাঁর লড়াই গোটা দেশবাসী জানে। তিনি নিজের আলোতেই আলোকিত। নির্মল মাজি ওই মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতাকে বিড়ম্বনায় ফেলেছেন।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.