ODD বাংলা ডেস্ক: ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হল কলকাতায়৷ এবার ট্যাংরায় নিজের দোকানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন যুবক৷ মৃত যুবকের নাম বান্টি হালদার৷ যদিও কীভাবে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হলেন,তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এ দিন সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ট্যাংরার গোবিন্দ খটিক লেনে৷ জানা গিয়েছে, রাস্তার পাশেই একটি ছোট খাবারের দোকান চালাতেন বান্টি এবং তাঁর স্ত্রী৷ এ দিন সকালে দোকান খুলে খাবার তৈরি করছিলেন তাঁরা৷ বান্টির স্ত্রীর দাবি, দোকানের একেবারে সামনেই বিদ্যুতের খুঁটিতে একটি মিটার বক্স লাগিয়েছিল CESC৷
Post a Comment