ODD বাংলা ডেস্ক: এবার আইনি বিপাকে পরিচালক মণি রত্নম। তাঁর বিরুদ্ধে চোল রাজাদের অপমান করার অভিযোগ তুলেছেন সেলভা নামের এক আইনজীবী।আগামী ছবি Ponniyin Selvan ছবিতে চোল রাজাদের কাহিনি দেখিয়েছেন। আইনজীবীর অভিযোগ, চোল রাজা আদিত্য কারিকালান কোনওদিনই নিজের কপালে তিলক কাটেননি। ওই চরিত্রে অভিনয় করছেন বিক্রমI ছবির টিজারে বিক্রমের কপালে কেন তিলক রয়েছে? সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী। তাঁর দাবি, এইসব মনগড়া জিনিসপত্র দেখে চোল রাজাদের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা তৈরি হবে আম জনতার মধ্যে।
Post a Comment