উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা
ODD বাংলা ডেস্ক: তৃণমূলের কোনও প্রতিনিধি ছাড়াই শেষ হল বিরোধীদের বৈঠক। আর বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। শরদ পওয়ারের ডাকা বৈঠকে চূড়ান্ত হয়ে গেল উপরাষ্ট্রপতি কে হবেন বিরোধীদের প্রার্থী।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল মার্গারেট আলভাকে মনোনীত করেছে বিরোধীরা। গতকালই জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেছে এনডিএ। এবার বিরোধীরাও তাঁদের প্রার্থীর নাম জানিয়ে দিল।মার্গারেট আলভার নামে সিলমোহর দিয়েছে এনসিপি, সমাজবাদী পার্টি, শিবসেনা, সিপিএম, সিপিআই, আরজেডি, কংগ্রেসের মতো ১৭টি বিরোধী দল।
Post a Comment