চিনে নিন ভারতের ম্যাঙ্গো ম্যান-কে, যিনি ৩০০টি প্রজাতির আমের জনক


ODD বাংলা ডেস্ক: ১৩৪ বছরেরও বেশি বয়স্ক একটি সুবিশাল আম গাছ, যেখানে ধরে ৩০০ প্রজাতির আম। ঘটনাটি অবাক করা হলেও সত্যি। উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের মালিহাবাদের এক নার্সারিতে রয়েছে এই আম গাছটি। এই আশ্চর্য আম গাছটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৮০ বছর বয়সী কলিমুল্লাহ খান। গাছটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করে আসছেন তিনি। স্থানীয়দের কাছে তিনি ম্যাঙ্গো ম্যান নামেই পরিচিত।আমগুলির মধ্যে কোনওটার রং লাল, কোনওটার বা হলুদ, গোলাপি। রয়েছে বেগুনি, কমলা, সবুজ রঙের আমও। এখানেই শেষ নয় হিমসাগর থেকে শুরু করে ল্যাংড়া, আলফোনসোর মত আমও ফলছে একই গাছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.