শ্যুটিং ফ্লোরে রইল না রাজনীতির রঙ, দেবের সঙ্গে অভিনয়ে মিঠুন
ODD বাংলা ডেস্ক: শুটিং ফ্লোরে গেরুয়া-সবুজ মিলেমিশে একাকার। গত বিধানসভা ভোটে যখন রাজ্য-রাজনীতি তৃণমূল-বিজেপির ধুন্ধুমারে উত্তপ্ত, সেইসময়েই দেবের সঙ্গে সিনেমা করার কথা ঘোষণা করেছিলেন মিঠুন চক্রবর্তী। বাংলায় ফিরে রাজনৈতিক কর্মসূচী কাটিয়ে এবার তিনি পুরোদস্তুর ফিল্মিম্যান। রাজ্যের শাসক শিবিরের তারকা সাংসদ দেবের সঙ্গে শুরু করে দিলেন নতুন ছবির শুটিং।‘মহাগুরু’র সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করার জন্য মুখিয়ে ছিলেন দেবও। সিনেমার নাম- ‘প্রজাপতি’। নেপথ্যে পরিচালক অভিজিৎ সেন।
Post a Comment