‘‘বাংলায় আমার 'বস' সুকান্ত মজুমদার’’- কলকাতায় এসে এ কি বললেন মহাগুরু!
ODD বাংলা ডেস্ক: 'কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি কলকাতায় এসেছি। দল আমায় কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। তবে বাংলায় আমার 'বস' ( BOSS ) সুকান্ত মজুমদার। ওঁর নির্দেশে বাংলার মানুষের স্বার্থে আন্দোলনে সামিল হব'। কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে বললেন মিঠুন চক্রবর্তী।তবে কি সেই রাজনৈতিক কর্মসূচি? এখনই খোলসা করতে চান না 'মহাগুরু'।
Post a Comment