থাবা জোড়ালো করছে মাঙ্কিপক্স, দেশে মিলল তৃতীয় আক্রান্তের হদিশ


ODD বাংলা ডেস্ক: ভারতে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় কাঁটা দেশবাসী। এরমরধ্যেই নয়া আতঙ্ক মাঙ্কি পক্স! ভারতে আরও এক ব্যক্তির শরীরে মিলল মাঙ্কিভাইরাস-এর হদিশ। প্রথম দুই মাঙ্কিপক্স আক্রান্তের মতো তৃতীয় আক্রান্তও কেরলের বাসিন্দা।কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ৬ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে মালাপ্পুরমে ফেরেন। মাঙ্কিপক্স-এর উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.