শ্রাবণের শুরুতেও দক্ষিণবঙ্গে দেখা নেই ভারী বৃষ্টির!


ODD বাংলা ডেস্ক: আষাঢ় শেষে শ্রাবণ এলেও ভারী বৃষ্টির দেখা পেল না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। গত কয়েক দিনের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে আবারও উত্তরবঙ্গে ছন্দে ফিরছে বর্ষা।দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল রয়েছে। সে কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দেখা নেই। আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.