রাষ্ট্রপতির আসল নাম 'দ্রৌপদী' নয়, কী তাঁর আসল নাম, জানেন কি
ODD বাংলা ডেস্ক: মহাভারত’-এর দ্রৌপদীর নামেই তাঁর নামকরণ করা হয়েছিল। কিন্তু জানেন কি, প্রথমে তাঁর নাম দ্রৌপদী ছিল না। ওড়িশার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, তাঁর প্রথমে নাম রাখা হয়েছিল পুটি। পরে ওই সাঁওতালি নাম বদলে স্কুলের এক শিক্ষক তাঁর নাম রাখেন দ্রৌপদী । রাষ্ট্রপতির কথায়, ‘‘দ্রৌপদী আমার আসল নাম নয়। আমার এক শিক্ষক এই নাম দিয়েছিলেন।’’তিনি বলেন, ‘‘পরিবারে মেয়ে হলে, ঠাকুমার নামে তাঁর নামকরণ করা হয়। আর ছেলে হলে দাদুর নামে।’’ বিয়ের আগে দ্রৌপদীর পদবি ছিল টুডু। স্কুল-কলেজেও তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর পদবি বদলে রাখেন মুর্মু।
Post a Comment