জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবি ‘অভিযাত্রিক’, ফিচার ছবি ‘সুরারাই পোট্রু’

ODD বাংলা ডেস্ক: ২০২২ সালের ৬৮তম জাতীয় পুরস্কারের তালিকায় সেরা বাংলা ছবি হিসেবে উঠে এল 'অভিযাত্রিক'-এর নাম। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায় এবং অর্জুন চক্রবর্তীকে। ছবিটি পরিচালনা করেছেন শুভজিৎ মিত্র।দেশের সেরা ফিচার ছবি নির্বাচিত হল তামিল ছবি ‘সুরারাই পোট্রু’। এই ছবিতে অভিনয় করেছেন সুপারস্টার সুরিয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পরেশ রাওয়াল এবং আর মাধবনকে। সেরা বিনোদনমূলক ছবির সম্মান পেল ‘তানাজি: দি আনসাং ওয়ারিয়র’। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.