ভারতে মিলল নয়া কোভিড সাব-ভ্যারিয়্যান্টের হদিশ, কতটা বিপজ্জনক BA.2.75?


ODD বাংলা ডেস্ক:
ভারতে নতুন করে ধরা পড়েছে করোনার একটি নতুন সাব-ভ্যারিয়্যান্ট, BA.2.75। WHO-এর ডিরেক্টর জেনারেল Tedros Adhanom Ghebreyesus জানিয়েছেন,''এই ভ্যারিয়্যান্টটির উপর আমরা নজরদারি চালাচ্ছি।" ভারতে হদিশ পাওয়া নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌমা স্বামীনাথন।তবে এই ভ্যারিয়্যান্ট কতটা ভয়াবহ হতে চলেছে সেই বিষয়ে এখন থেকেই তিনি কোনও মন্তব্য করতে চাননি। সৌমা জানান,'আমরা আরও তথ্য একত্রিত করছি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.