মানুষের শরীরে শুয়োরের হৃদপিণ্ড!


ODD বাংলা ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে ফের নয়া দিশা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির শল্যচিকিৎসকরা সফলভাবে দুটি শুয়োরের হার্ট প্রতিস্থাপন করেছেন ব্রেন ডেথ হয়েছে এমন দুই ব্যক্তির দেহে। গবেষকরা মঙ্গলবার বলেছেন, এই পদ্ধতি যদি সফল হয় তাহলে ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে আগামী দিনে বড় সুযোগ আসতে চলেছে। হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা যাবে সহজেই।এনওয়াইইউ রেভিভিকর ইনকর্পোরেটেড নির্দিষ্ট পদ্ধতিতে শুয়োরের দেহ থেকে উন্নত প্রক্রিয়ায় হার্ট সংগ্রহ করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.