জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর উপত্যকা ছেড়েছেন কতজন কাশ্মীরি পণ্ডিত, জানাল কেন্দ্র


ODD বাংলা ডেস্ক:
জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষাণার পাশাপাশি সেখানে চালু থাকা ৩৭০ ধারা রদ করে কেন্দ্র। সরকারের বক্তব্য ছিল এতে জম্মু ও কাশ্মীরের উন্নয়ন গতি পাবে। কিন্তু প্রশ্ন উঠেছিল ২০১৯ সালের ৫ অগাস্ট ৩৭০ ধারা রদের পর কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়া কি কমেছে? এনিয়ে সংসদে বিবৃতি দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সরকারের তথ্য বলছে ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে ২০২২ সালের ৯ জুলাই পর্যন্ত কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যাননি। তবে ওই সময়ের মধ্যে ৫ কাশ্মীরি পণ্ডিত ও শিখ ও হিন্দু ধর্মালম্বী মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.