বেলুনে করেই কোভিড পাচার, মারাত্মক দাবি কিম প্রশাসনের


ODD বাংলা ডেস্ক: করোনার ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার বেলুনকে দায়ী করল পিয়ংইয়ং। তাদের অভিযোগ, দক্ষিণ কোরিয়া বেলুন পাঠিয়ে উত্তর কোরিয়ায় করোনার সংক্রমণ ঘটিয়েছে।বলা হয়েছে,দক্ষিণ কোরিয়া থেকে বেলুন উড়ে এসেছিল। সেই সব বেলুন ওষুধ, অর্থ এবং মিথ্যে প্রচার উত্তর কোরিয়ায় বয়ে নিয়ে এসেছিল। সেই সব বেলুনের মাধ্যমেই নাকি উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে করোনা ভাইরাস।যদিও কিম জং উনের শাসনে বীতশ্রদ্ধ উত্তর কোরিয়ার একাংশের অভিযোগ, এসব বলে আসলে নিজেদের অপদার্থতা ঢাকতে চাইছে পিয়ংইয়ং প্রশাসন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.