উত্তর কোরিয়ায় আবার চোখ রাঙাচ্ছে করোনা, দোষ পড়ছে দক্ষিণের!



 ODD বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ।


আর তার জন্য ঘুরিয়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে দায়ী করছে তারা। বলছে সীমান্তে কোনও ‘অজানা’ বস্তুকে ছুঁয়েই করোনা বাড়ছে।    

দক্ষিণ থেকে আকাশপথে বেলুনে চেপে ‘অজানা’ জিনিসপত্র উড়ে আসছে এবং তা থেকে সীমান্তের কাছে দেশবাসীকে সাবধান হতে বলেছিল উত্তর। কিম জং উনের দেশের এক সংবাদমাধ্যমের খবর, এক সৈন্য এবং একটি শিশু বেলুনে উড়ে আসা ‘অজানা’ বস্তু ছোঁওয়ার পরেই তারা কোভিডে সংক্রমিত হয়েছে।   

এও দাবি করা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি কাংওয়ান প্রদেশের কুমগাং কাউন্টির ইফোরি এলাকা থেকে রাজধানী শহরে আসা বেশ কয়েকজন ব্যক্তি জ্বরে ভুগছিলেন এবং তাঁদের সংস্পর্শে আসাদেরও জ্বর হয়েছে। উত্তর কোরিয়া শুক্রবার জানিয়েছেন, তাদের দেশে ৪৭.৪ লক্ষ এখন করোনা আক্রান্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.