হিন্দু নই, আমাদের ধর্মকে স্বীকৃতি দিন!’ প্রতিবাদ আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষের

 


ODD বাংলা ডেস্ক: ‘আমরা হিন্দু নই, আমাদের নিজস্ব ধর্ম আছে, তাকে মান্যতা দেওয়া হোক।


’ এই দাবিতে দিল্লিতে প্রতিবাদ জানাল অসম, ঝাড়খণ্ড, ওড়িশা সহ পাঁচটি রাজ্যের আদিবাসী সম্প্রাদ্যের বহু মানুষ। তাঁদের ধর্ম ‘সারনা’, একে মান্যতা দিক কেন্দ্র এবং আগামী আদমসুমারিতে এই অনুযায়ীই গণনা হোক, দাবি তাঁদের। 

  

কেন্দ্রের থেকে ‘সারনা ধর্ম কোড’কে মান্যতা পেতে প্রতিবাদ আরও জোরাল হবে বলে জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা। আগামিদিনে যন্তর মন্তরে গণ প্রতিবাদ সংগঠিত করা হবে বলেও জানা গেছে। ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের বার্ষিকী উপলক্ষেই এই প্রতিবাদ। 

জানা গেছে, বৃহস্পতিবার প্রতিবাদে বসা মানুষগুলোর বেশিরভাগই ছিলেন সাঁওতাল সম্প্রদায়ের। পরিচিত সাঁওতাল নেতা সালখান মুর্মু বলছেন, ‘সরকার আমাদের সারনা ধর্মকে মান্যতা দিক, এটাই আমাদের দাবি।’ তিনি আরও বলেন, ‘আমরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আমাদের অনুভূতির কথা জানাতে চেয়েছিলাম। কিন্তু তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। তাই পুলিশের মাধ্যমে তাঁর কাছে আমাদের দাবির একটি স্মারকলিপি পৌঁছে দিয়েছি।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.