গ্রেফতারির আগে মরিয়া হয়ে একজনকেই ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়


ODD বাংলা ডেস্ক: ED-র জালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারী আধিকারিকদের জমা দেওয়া নথি থেকে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মন্ত্রীকে কোনও ফোন ব্যবহার করতে দেওয়া না হলেও গ্রেফতারির আগে নিয়ম মতো একজন ঘনিষ্ঠকে ফোন করতে দেওয়ার অনুমতি দেয় ইডি। অনুমতি পেতেই অস্থির মন্ত্রীর আঙুল ফোন ডিরেকটরি থেকে খুঁজে নিয়েছিল তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।অ্যারেস্ট মেমোয় উল্লিখিত তথ্য অনুযায়ী, গ্রেফতারির পর রাত ১.৫৫ নাগাদ পার্থ চট্টোপাধ্যায় প্রথম দলনেত্রীকে ফোন করেন। ফোন পূর্ণ সময় বেজে গেলেও তোলেননি নেত্রী বলে জানিয়েছেন সেখানে উপস্থিত আধিকারিকরা। এরপর ফের রাত ২.৩৩ নাগাদ ফের ফোন করলে তখনও, বেজে বেজে কেটে যায় ফোন। ভোর ৩.৩৭ এবং শেষবার সকাল ৯.৩৫-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেও ভাগ্য সঙ্গ দেয়নি পার্থর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.