‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার আরও সম্পত্তির হদিস! রাতভর গণনা, উদ্ধার ২১ কোটি, জানাল ইডি


ODD বাংলা ডেস্ক:
শুক্রবার সন্ধ্যায় টালিগঞ্জের অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে হানা দেন ইডির তদন্তকারীরা। সেই ফ্ল্যাটটিতে থাকেন অর্পিতা। প্রাথমিক ভাবে ইডি দাবি করে, ওই ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, অর্পিতাকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেও দাবি করে ইডি। শুক্রবার সারা রাত ওই টাকা গোনা চলেছে। শনিবার সকালে ইডি দাবি করে, টাকার অঙ্ক ২১ কোটি। তবে এখনও গণনা চলছে বলে জানা গিয়েছে।ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। সব প্রশ্নের জবাব দিলেও, টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করলেই কোনও উত্তর পাওয়া যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.