'হাসপাতালের ভূমিকা সন্দেহজনক', পার্থর শুনানিতে SSKM নিয়ে তীব্র অভিযোগ ইডির


ODD বাংলা ডেস্ক: পার্থ-কাণ্ডে ইডির তরফে দাবি করা হয়, বাঙ্কশাল আদালত ইডির বক্তব্য না শুনেই নির্দেশ দিয়েছে এসএসকেএম হাসপাতালে পাঠানোর। কোনও শুনানি ছাড়াই এসএসকেএম পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।ED আইনজীবী তাঁর সওয়ালে বলেন, "এক্ষেত্রে এই হাসপাতালের ভূমিকা সন্দেহজনক। এর আগেও কিছু বিষয় নজর করেছি। ইডি অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে। গ্রেফতার হওয়া রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি।২১ কোটির বেশি টাকা ২০ টি মোবাইল উদ্ধার হয়েছে। নিম্ন আদালতে জামিন বাতিল হয়েছে। সোমবার ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.