ঢাকাগামী বিমান কলকাতায় আটকে চার ঘন্টা, বন্ধ এসি, হাঁসফাঁস অবস্থা যাত্রীদের
ODD বাংলা ডেস্ক: বিমানে বন্ধ এসি। তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি। ৪ ঘন্টা নেই খাবার। এই অবস্থায় প্রায় ১৬০ জন যাত্রী আটকে রইলেন বিমানের ভিতরে। সোমবার বেশি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। যাত্রীদের অভিযোগ অনুযায়ী, একটি বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ছাড়তে দেরি হবে। কিন্তু তার পরই বন্ধ হয়ে যায় এসি।
Post a Comment