পছন্দের মানুষকে মনের কথা বলতে পারছেন না? এই কৌশলে ভালোবাসা জানান



 ODD বাংলা ডেস্ক: ভালোলাগা ও ভালোবাসা এই দুটি হল আমাদের জীবনের খুব জরুরি অনুভূতি। আসলে মানুষ ভালোবাসতে পারলে এবং ভালোবাসার সম্পর্কে থাকতে পারলে বেশ আনন্দে থাকেন। তবে দেখা গিয়েছে যে অনেক সময়ই এই কাজটা ঠিকমতো হয়ে ওঠে না। তখনই মনের ভিতর বাসা বাঁধে অন্ধকার।


আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ নিজের মনের মতো কোনও মানুষকে ভালোবেসে (Love) ফেলেছেন। তবে সেই ভালোবাসা বেশিরভাগ সময়ই থাকে মনের ভিতর। এই ভালোবাসা কিন্তু আর বাইরে বেরিয়ে আসতে পারে না। এবার ভালোবাসার চাহিদা মনের ভিতর রেখে দেওয়াটা তো একবারেই ঠিক নয়। বরং আপনাকে নিজের মনের কথা বলে দিতে হবে।



এই প্রসঙ্গে সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, আসলে বহু মানুষ অত্যন্ত লাজুকে হন। এই মানুষগুলি কোনওমতেই নিজের মনের কথা বলতে পারেন না। আর মনের কথা বলতে পারেন না বলে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে শুরু করে। এমন সব ক্ষেত্রে মানুষকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে।


তবে এখন আর কোনও চিন্তার কারণ নেই। এই কাজটা সহজে করে ফেলার টিপস (Relationship Tips) রয়েছে হাতের মুঠোয়। তাই এবার জেনে নেওয়া যাক যে নিজের পছন্দের মানুষকে মনের কথা বলে ফেলবেন ঠিক কী ভাবে-

প্রশংসা করুন


নিজের ভালোবাসার মানুষটির প্রশংসা আপনাকে করতেই হবে। এক্ষেত্রে আপনি যত তাঁর প্রশংসা করতে পারবেন, ঠিক ততটাই ভালোবাসা বাড়বে আপনাদের মধ্যে। এক্ষেত্রে সঙ্গী আপনাকে পছন্দ করতে শুরু করবেন। এবার একবার তাঁর মনের গ্রিন সিগনাল পেলেই প্রশংসা করে ফেলুন।


​বন্ধুত্ব করে নিন


পছন্দের মানুষটির সঙ্গে বন্ধুত্ব পাতানো কিন্তু ভীষণ প্রয়োজন। আপনি তাঁর সঙ্গে বন্ধুত্ব করুন। এই বন্ধুত্বের অছিলায় তাঁর সঙ্গে কথা বলা ও পাশে থাকার লাইসেন্স পাবেন। তারপর নিজের মন মতো আপনি তাঁকে মনের কথা অনায়াসে বলে দিতে পারেন। এভাবেই আপনাদের সম্পর্ক ঠিক দিকে এগতে শুরু করবে।


​মনের খবর রাখুন


সঙ্গীর (Partner) মনের খবর রাখাটা খুবই জরুরি। আপনাকে সঙ্গীর মনের শীত, গ্রীষ্ম, বর্ষার খেয়ার রাখতে হবে। মাথায় রাখতে হবে সঠিক সময়। তবেই তো আপনি সমস্যা থেকে দূরে চলে যেতে পারবেন। তাই সমস্যার কোনও কারণ নেই। এখন থেকে চেষ্টা করুন সঙ্গীর মনের খবর রাখার। তবেই আপনি ভালো থাকতে পারবেন। এমনকী সম্পর্ক এগতে পারেন।


​লাভ ইমোজি পাঠান


তাঁর নম্বর আপনার কাছে আছে নিশ্চয়ই। এবার সেখানে প্রথমে কথা বলা শুরু করতে পারেন। ধীরে ধীরে কথাবার্তা এগতে থাকলে আপনি তাঁকে লাভ ইমোজি পাঠান। এবার লাভ ইমোজি পাঠানো কোনও অপরাধ নয়। তাই খুব সহজেই আপনি এই কাজটি করে ফেলতে পারবেন। এর মাধ্যমে তিনি হয়তো আপনার মনের হাল কিছুটা বুঝে নিতে পারেন।


​বাইরে বেরিয়ে কোথাও


এক্ষেত্রে একদিন এই মনের মানুষটিকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে পারেন। সেখানে ভালোমন্দ খান। ভালো সময় কাটান। আর সেই সময় কাটানো হয়ে গিয়ে থাকলে তাঁকে বলে দিন। ধীরে সুস্থ বলুন। তাঁকে কোনও বিষয়তে চাপ দিতে যাবেন না। চাপ দিলে আখেরে সমস্যা বহুগুণ বাড়বে। তাই নিজেও সময় নিন। আর তাঁকেও সময় দিন। তবেই সম্পর্ক পরিণত রূপ নিতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.