বাংলাদেশে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা!


ODD বাংলা ডেস্ক: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিন দিনের সফরে ভারতে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা যৌথভাবে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার স্টেশনের উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত, কয়লাচালিত স্টেশনটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে এটি একটি যৌথ উদ্যোগ। প্রকল্পটির মূল্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.