অর্থের লোভে সদ্যোজাত সন্তানকে বিক্রির চেষ্টা! গ্রেফতার মা
ODD বাংলা ডেস্ক: একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েও খুশিও ছিলেন মা। এরপরই হল বিপত্তি। সদ্য সন্তান জন্ম দেওয়া মায়ের পরিচয় সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে গরমিল উঠে এল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। অর্থের লোভে সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য ছিল ওই মহিলার। হাসপাতাল থেকে খবর দেওয়া হয় থানায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। হাসপাতাল থেকে মহিলাকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম মৌমিতা পূজা। তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন।
Post a Comment