বিরাট জয় সিন্ধুর! সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হায়দ্রাবাদি শাটলার
ODD বাংলা ডেস্ক: অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের পর থেকে একাধিক টুর্নামেন্টের ফাইনালে উঠেও খালি হাতে আসতে হয়েছে পি ভি সিন্ধুকে। কিন্তু আত্মবিশ্বাস এবং হার না মানা মনোভাব সম্বল করে বাজিমাত করলেন ভারতের ব্যাডমিন্টন কুইন। তাও আবার প্রতিপক্ষ চিনের বিরুদ্ধে।সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি হারালেন চিনের ওয়াং ঝি ই-কে। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু।
Post a Comment