কমনওয়েলথ গেমসের আসরে থাকছেন না রানি এলিজাবেথ

Odd বাংলা ডেস্ক: বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। ২৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেখানে উপস্থিত থাকছেন না রানি এলিজাবেথ। আজ বাকিংহ্যাম প্যালেসের তরফে এ কথা জানানো হয়েছে। ২০ বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস, ২০০২ সালে ম্যানচেস্টারে।

বাকিংহ্যাম প্যালেসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, স্ত্রী ক্যামিলাকে নিয়ে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন প্রিন্স চার্লস। তিনিই রানির হয়ে বিশেষ বার্তা দেবেন। কমনওয়েলথ দেশভুক্ত ৫৪টি দেশের অ্যাথলিটরা এবারের গেমসে অংশ নিতে চলেছেন। এর বেশিরভাগই আগে ছিল ব্রিটিশ কলোনি। সবমিলিয়ে গেমসে থাকছে ৭২টি দল। উল্লেখ্য, রানি এলিজাবেথের বয়স এখন ৯৬। গত অক্টোবরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছরেও তিনি খুব বেশি জনসমক্ষে আসেননি। গত মাসে প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনের সময় রয়্যাল রেসিডেন্সের ব্যালকনিতে রানিকে দেখা গিয়েছিল। সম্প্রতি তাঁর নামাঙ্কিত লন্ডন রেল লাইনের উদ্বোধনী অনুষ্ঠানেও রানি হাজির ছিলেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.