শরীরে একটা সুতোও নেই, সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে রণবীর সিং
ODD বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন রণবীর সিং। সাহসিকতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক এক পত্রিকার জন্য নগ্ন ফটোশ্যুট করলেন অভিনেতা। বলা চলে,তাঁকে 'বলিউডের শেষ সুপারস্টার'-এর তকমাও দিয়েছে ওই পত্রিকা। ঝড়ের গতিতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মায় হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে অভিনেতার ওই ছবি। ছবিতে রণবীরের গায়ে সুতো পর্যন্ত নেই। একটি Turkish Rug এর উপর কখনও তিনি শুয়ে আছেন। কখনও আবার তাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে। তবে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছেন অভিনেতা।
Post a Comment