জগন্নাথ রথযাত্রার এই তথ্য জানা আছে?
ODD বাংলা ডেস্ক: আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। চলতি বছর ১ জুলাই রথ যাত্রা।প্রতি বছর রথ উপলক্ষে এখানে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের দর্শনের জন্য প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়। এদিন রথে চড়ে মন্দির থেকে বের হন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। গন্তব্য গুণ্ডিচা মন্দির। যা তাঁদের মাসি বাড়ি হিসেবে চিহ্নিত। জগন্নাথ মন্দিরের রথযাত্রার সঙ্গে বেশ কয়েকটি চমকপ্রদ তথ্য জড়িত। রথযাত্রার দিনে তিনটি পৃথক রথে সওয়ার থাকেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। এর মধ্যে বলরামের রথ সবার আগে থাকে। মাঝখানে সুভদ্রা ও শেষে জগন্নাথের রথ থাকে।
Post a Comment