রথের পবিত্র দিনে এইসব কাজ করলে হবে


ODD বাংলা ডেস্ক:  আজ পবিত্র উৎসব রথযাত্রা। জগন্নাথদেবের মন্দিরেই এই রথযাত্রা পালিত হয়। এ ক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরই সব চেয়ে বড় উৎসবক্ষেত্র। শুধু ওড়িশাবাসীই নন, বাঙালি এবং অন্য প্রদেশের ভক্তরাও রথ নিয়ে আগ্রহী ও উজ্জীবিত থাকেন। এ বছর জগন্নাথের রথযাত্রা হচ্ছে ১ জুলাই।

রথের দিন মন্দির থেকে জগন্নাথদেব বেরিয়ে গুণ্ডিচা বাড়িতে যান। সেখানে ৭দিন থাকেন। তারপর আসে উল্টোরথের তিথি।এদিন বিপুল সংখ্যক ভক্ত রথের দড়ি টানেন। রথের দড়ি টানা বা শুধু স্পর্শ করাও ভক্তদের কাছে অতি পুণ্যের বিষয়। কিন্তু রথের দিনের জন্য নির্দিষ্ট কিছু আচার থাকে। ভক্তেরা যা সাধারণত পালন করতে চেষ্টা করেন। বিশ্বাস, এগুলি করলে অশেষ পুণ্য অর্জন হয়:
  • রথ টানলেই পুণ্য হয়
  • রথ টানলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে 
  • রথ টানা হচ্ছে--এ দৃশ্যও যদি কেউ দাঁড়িয়ে দেখেন, তা হলেই পুণ্য অর্জন হয়
  • রথের দিনে কেউ যদি জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে 'জয় জগন্নাথ' উচ্চারণ করেন, তা হলেও তাঁর পুণ্য় অর্জন হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.