নিজেকে প্রশ্ন করুন- আমি কি মনের মানুষকে পেয়েছি?

 


ODD বাংলা ডেস্ক: জানেন তো? পরস্পরের দুর্বলতাগুলো বিনিময় না করলে কখনো শারীরিক-মানসিক-আত্মিক ঘনিষ্ঠতা তৈরি হয় না। বিশেষজ্ঞরা বলেন, আধুনিক মানুষ এ ভাবনা নিয়ে হয়রান হয়। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে যে, এত মানুষকে আমি চিনি যে, কীভাবে জানবো, আমি যাকে খুঁজছি তাকে পেয়েছি কি-না।


সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, এটা আসলে জানা অসম্ভব। আমাদের মনে রাখতে হবে যে, স্বপ্নের সেই ‘এক এবং অদ্বিতীয়’ বলে কেউ নেই। আছে একজনই- যাকে আপনি বেছে নিয়েছেন সম্পর্ক গড়ে তোলার জন্য। তার সঙ্গে কেমন সম্পর্ক আপনি গড়ে তুলতে পারলেন- সেটাই আসল কথা। আপনি কি তার সঙ্গে মানিয়ে চলতে পারছেন? আপনি কি সম্পর্কটি রক্ষা এবং বিকাশের জন্য কাজ করছেন? নিজেকে এ প্রশ্ন করতে শিখুন।


ঘনিষ্ঠতার কমতি আছে মনে করলে, নিজের মনে কথা খুলে বলুন। আপনি যদি আপনার দুর্বলতা, ভয়, দুশ্চিন্তাগুলো অপরজনকে জানতে দেন, তার সহায়তা চান- তাহলে অন্যজনও তাই করবে। দুর্বলতাগুলো বিনিময় না করলে কখনো শারীরিক-মানসিক-আত্মিক ঘনিষ্ঠতা তৈরি হয় না।


জীবন সব সময়ই আনন্দের নয়, কঠিন মুহূর্ত সবারই আসে। সুতরাং যখন আনন্দের সুযোগ আসে, তখন তা উদযাপন করুন। এটাই গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.