সমপ্রেমীদের বিয়েতে স্বীকৃতি, ঐতিহাসিক রায় স্লোভানিয়ার সুপ্রিম কোর্টের



 ODD বাংলা ডেস্ক: স্লোভানিয়ায় সমকামী বিয়ে এবং সন্তান দত্তক নেওয়ার উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। এই নিষেধাজ্ঞা অসাংবিধানিক বলে এক রায়ে জানাল দেশটির সুপ্রিম কোর্ট। নতুন উদারপন্থী সরকার স্লোভানিয়ার ক্ষমতা দখলের পর দেশের শীর্ষ আদালতের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


সমকামীদের বিয়ে এবং সন্তান দত্তক নেওয়ার উপর এতদিন নিষেধাজ্ঞা জারি ছিল স্লোভানিয়ায়। এখনই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিল ওই দেশের সুপ্রিম কোর্ট। আগামী ছয় মাসের মধ্যে পূর্বের আইন সংশোধন করার জন্যও দেশের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম নির্দেশে। সাংবিধানিক আদালতের বিচারপতিরা রায় দিতে গেয়ে বলেছেন, এতদিন বিপরীত লিঙ্গের বিবাহ এবং দত্তক গ্রহণের অনুমতি ছিল স্লোভানিয়ার আইনে। কিন্তু সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা জারি করে বৈষম্য তৈরি করেছিল।


সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। বর্তমানে মধ্য ও পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশে সমকামী বিবাহের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে, এই প্রথম স্লোভানিয়ায় সমকামী বিয়ের অনুমতি দেওয়া হল বলে জানিয়েছেন বিচারকরা। ২০১৬ সালে এস্তোনিয়া সরকার সমকামী ইউনিয়নগুলিকে আইনি স্বীকৃতি দিতে সম্মত হয়। ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং মন্টিনিগ্রোতে সমকামী নাগরিকদের সম্পত্তির সমান অংশীদারিত্বে প্রতিষ্ঠার জন্য আইন রয়েছে।


১৯৯১ সালে স্লোভানিয়া স্বাধীন দেশ হওয়ার আগে যুগোস্লাভিয়ার অংশ হিসেবে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে সেখানে উদারপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এই রায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আদালত সমকামীদের বিবাহ সংক্রান্ত আইন আগামী ছ’মাসের মধ্যে কার্যকর করা নির্দেশ দিয়েছেন বলেন জানিয়েছেন স্লোভানিয়ার শ্রম, পরিবার মন্ত্রী লুকা মেসেক। এ ব্যাপাকে সরকার চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান তিনি। তবে, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে সংশোধনী খসড়া প্রস্তুত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।


আদালতের নির্দেশকে স্বাগতও জানিয়েছেন লুকা মেসেক। আর সরকার সমকামী বিবাহ আইন সংশোধনে যে আনন্দের সাথে করবে, তাও জানাতে ভোলেননি তিনি। কয়েকদিন আগে সমকমী আইন সংশোধনের দাবিতে আদালতে দ্বারস্থ হন দুই সমকামী। আইনের যাঁতাকলে পড়ে বিয়ে বা সন্তান দত্তক নিতে পারছিলেন না তাঁরা। সেই আবেদনের ভিত্তিতে স্লোভানিয়া আদালতের এই ঐতিহাসিক রায়। আদালতের এই নির্দেশ একজন পুরুষ ও একজন মহিলার বিয়েকে কখনও ছোট করে না বলে জানিয়েছেন বিচারপতিরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.